Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মহাপরিকল্পনায় জনঘনত্ব বিচারে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ২১:৫৮

ঢাকা: সার্বিক উন্নয়নে তিন দশকের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, এই উন্নয়ন মহাপরিকল্পনায় জনঘনত্ব বিবেচনায় নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি বলেন, আমরা ৩০ বছরের দীর্ঘমেয়াদি যে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছি, সেই কার্যক্রম আমরা শুরু করেছি। এরই মাঝে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তারা প্রাথমিক কার্যক্রম শুরুও করেছে। আমরা সেই মহাপরিকল্পনায় ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেবো। এলাকার চাহিদা নির্ধারণ করে এবং জনঘনত্বকে বিবেচনায় নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে আমাদের মহাপরিকল্পনার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ অগাস্ট) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের ৯ম বোর্ড সভায় ডিএসসিসি মেয়র এ কথা বলেন।

শিগগিরই কাউন্সিলরদের নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হবে জানিয়ে মেয়র তাপস বলেন, ঢাকা শহরে যেসব সরকারি সংস্থা কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের নিয়ে এরই মধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একটি মতবিনিময় সভা করেছি। আপনাদের (কাউন্সিলর) নিয়েও একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, আপনার এলাকার উন্নয়নকে তুলে ধরবেন, আপনাদের চাহিদা তুলে ধরবেন।

এ বছর ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবলে নাজেহাল হতে হয়নি জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আমরা লক্ষ করেছি, এর আগের বছরগুলোতে ঢাকা শহর অল্প বৃষ্টিতেই প্লাবিত হয়ে যেত। এ বছর পুরো শ্রাবণ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হয়েছে। কিন্তু জলাবদ্ধতা হয়নি। আষাঢ় মাসের প্রথম দিকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে, তখনো কয়েক ঘণ্টার জন্য পানি জমেছিল। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা দেখি, তাহলে এ বছরে অন্যান্য বছরের তুলনায় জলাবদ্ধতার প্রকোপ থেকে ঢাকাবাসীকে মুক্ত রাখতে পেরেছি। আমাদের সামগ্রিক কর্মপরিকল্পনা ও আল্লাহর রহমতে জলাবদ্ধতা থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে আমাদের এই তুলনামূলক সফলতা এসেছে। আমি আশাবাদী, আপনাদের কর্মতৎপরতায় আগামী দিনে আমরা আরও বেশি সফল হব।

বিজ্ঞাপন

মেয়র তাপস এসময় এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে কাউন্সিলরদের চলমান সার্বিক তৎপরতার প্রশংসা করেন এবং ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ হতে মুক্তি দিতে কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

বোর্ড সভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব মো. আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও করপোরেশনের বিভিন্ন বিভাগের দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

ডিএসসিসি ডিএসসিসি মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর