খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দুপুরে
১৮ আগস্ট ২০২১ ১১:২৪
ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে গ্রহণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে এই ভ্যাকসিন নেবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেছেন। এর আগে ১৯ জুলাই বিকেলে একই হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেন তিনি।
গত ১৩ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রেজিস্ট্রেশনের ছয় দিনের মাথায় সোমবার (১৯ জুলাই) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।
প্রথম ডোজ নেওয়ার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ‘করোনার ভ্যাকসিন যেটা আজ অ্যাভেইলেবল সেটা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। শুধু উনিই নেননি, উনার সঙ্গে যারা কাজ করেন, সহায়তা করেন, তারাও নিয়েছেন। উনিসহ উনার বাসার মোট ছয় জন আজ ভ্যাকসিন নিয়েছেন।’
আরও পড়ুন: করোনার ভ্যাকসিন নিলেন খালেদা জিয়া
সারাবাংলা/এজেড/এএম