মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, আফগানিস্তান ফেরত একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে মানবশরীরের অংশ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, কাবুল থেকে পলাতক আফগানদের নিয়ে কাতারে অবতরণ করা সি-১৭ মডেলের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে মানবশরীরের অংশ পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, কাবুল বিমানবন্দরে বিমানের চারপাশে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হয়ে দ্রুত এয়ার ফিল্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সি-১৭।
এর আগে গত রোববারের উগ্রবাদী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে। সেদিন তারা রাজধানীর দখল নেওয়ার মাধ্যমে গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ওইদিনই আফগানিস্তান ত্যাগ করতে লাখো মানুষের ঢল নামে কাবুল বিমানবন্দরে।