Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-দিল্লি-কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৬:৪৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ ১৮:৩১

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচি ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ২২ আগস্ট থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে সরকারি এই বিমান সংস্থাটি।

বুধবার ( ১৮ আগস্ট) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।

তিনি জানান, ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। আর ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোন সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করা যাবে। যাত্রীদেরকে ফ্লাইটে উঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তাহেরা খন্দকার আরও জানান, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরি অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

সারাবাংলা/এসজে/এসএসএ

ঢাকা-দিল্লি-কলকাতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর