‘২১ কোটি ভ্যাকসিনের সংস্থান হচ্ছে’
১৮ আগস্ট ২০২১ ১৮:৩৩
ঢাকা: ভ্যাকসিন নিয়ে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী মোট ২১ কোটি ৪ লাখ ভ্যাকসিনের সংস্থান হচ্ছে। বুধবার (১৮ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ছয় কোটি ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিন কোটি ১০ লাখ কেনা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৫ লাখ দেওয়া হয়েছে। বাকি ভ্যাকসিন হাতে আছে। এগুলো দিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সচিব কমিটির বৈঠকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, ২১ কোটি চার লাখ ভ্যাকসিনের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সেখানে অ্যাস্ট্রোজেনকা, মর্ডানা, ফাইজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকসিন থাকবে। আশা করছি ভ্যাকসিন নিয়ে আর কোনো অসুবিধা হবে না।’
সারাবাংলা/জেআর/পিটিএম