Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়েতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৯:১২

নোয়াখালী: হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার চরকিং ইউনিয়নে বিয়েতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার নলচিরা-জাহাজমারা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো. মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. তারেক (২০)। আহত যুবক মো. শাহরাজ (২৩) একই এলাকার মো. কবিরের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মামুন মোটরসাইকেলে চড়ে আরও ২ আরোহীকে নিয়ে উপজেলার চরকিং ইউনিয়নে তার এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে হাতিয়া পৌরসভার নলচিরা-জাহাজমারা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। অপর দুজনের মধ্যে মামুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জু ইমরান বলেন, মো. তারেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয় এবং মো. মামুনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মারা যায়। আহত মো. শাহারাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, চরকিং ইউনিয়ননে বিয়ে বাড়িতে যাওয়ায় পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

নোয়াখালী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর