Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ১৯:১৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া হবে।

বুধবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

অধ্যক্ষ সেলিম বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং পুনরায় লকডাউন না হলে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা শুরু হবে। প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিতকৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশিত হবে।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে সাত কলেজের স্নাতক শ্রেণির তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণের সিদ্ধান্তও আমরা নিয়েছি।’ এছাড়াও এসব শর্ত প্রতিটি কলেজের বিভাগের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, দুয়েক দিনের মধ্যে সাত কলেজের পরীক্ষার সময়সূচি প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএসএম/পিটিএম

পরীক্ষা সাত কলেজ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর