Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি বন্ধে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ২০:১০

ঢাকা: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রি পরিস্কার বলেছেন কোনোভাবে দুর্নীতি টলারেন্স করা হবে না।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেখানে যেখানে অসঙ্গতি আছে সেগুলো দূর করতে হবে ।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এক্ষেত্রে যার যা সেক্টরের বিষয় তারাই দেখবেন। প্রধানমন্ত্রী নিজেও পয়েন্ট আউট করেছেন, যে সচিবদের দায়িত্ব এটা। সচিবারাই হলেন প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টিং অফিসার। সুতরাং যেখানে ইমোরাল প্র্যাকটিস হয়, মিসইউজ হয়, সে সকল বিষয় প্রত্যেক সচিবকে দেখতে হবে।

সারাবাংলা/জেআর/এসএসএ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর