শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর
১৮ আগস্ট ২০২১ ২১:০৩
ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়া দরকার বলে মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, আমাদের স্কুলগুলোও খোলা জরুরি— এটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ বাচ্চাদের ঘরে থাকতে যথেষ্ট কষ্ট হচ্ছে। সেইদিকে আমাদের নজর দেওয়া দরকার।
বুধবার (১৮ আগস্ট) সচিব-সভায় (ভার্চুয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের উদ্দেশে বলেন, ‘কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। দুর্নীতি একটা ব্যাধির মতো। তাই এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদেরও কঠোর ব্যবস্থা নিতে হবে।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সচিবদের সহযোগিতা ও আন্তরিকতার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সব থেকে বেশি প্রয়োজন দেশের উন্নয়নের কাজ করা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার মানসিকতা ছিল। ফলে আমরা আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি।’
এ সময় প্রধানমন্ত্রী অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারণ আমরা চাই একটা দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠবে। যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে। কারণ বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি বলেন, ‘যেখানেই আপনারা এ ধরনের দুর্নীতি দেখবেন সেখানেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। যারা ভালো কাজ করবে, অবশ্যই তারা পুরস্কৃত হবে। যারা দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, উন্নয়ন হবে সুষম। একেবারে গ্রামে যারা পড়ে আছে তারা সেখান থেকেই সব নাগরিক সুবিধা পাবে। জীবন-জীবিকার সুবিধা পাবে। সবদিক থেকে তারা যেন ভালো একটা জীবন পায়।’
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশে ভ্যাকসিন তৈরির ব্যবস্থা করেছি। আর যত ভ্যাকসিন লাগে আমরা কিনব। ইতোমধ্যে সেগুলোর ব্যবস্থা নিয়েছি।’
বাংলাদেশ আজ যে মর্যাদা বিশ্বে পেয়েছে- এটা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে; বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা।
সারাবাংলা/এনআর/পিটিএম