Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি দল শেখ হাসিনার ব্যর্থতার গন্ধ খুঁজে বেড়ায়: আব্দুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২১ ২৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বাংলাদেশ বহু রাজনৈতিক দল আছে। এর মধ্যে একটি প্রধান দলের কাজ হলো- আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ব্যর্থতার গন্ধ খুঁজে বেড়ানো। সেই সম্পর্কে বক্তব্য-বিবৃতি দেওয়া।

বুধবার (১৮ আগস্ট ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধু দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা এবং করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘যারা করোনার ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছেন এবং সেটি নিতে চাননি, তারা গোপনে নিয়েছেন। যারা পদ্মাসেতু দেখতে চাননি, আজকে ইচ্ছার বিরুদ্ধে হলেও তারা চোখ মেলে পদ্মাসেতু দেখছেন। যারা উন্নয়ন দেখেন না, ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের উন্নয়ন দেখতে হচ্ছে। যারা শেখ হাসিনার ভালো কর্মকে সহ্য করেন না, মনের অজান্তে হলে তারা ভালো কর্ম স্বীকার করে নেন।’

বিজ্ঞাপন

বিরোধী পক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘সবধরনের সমালোচনা বাদ দিয়ে এই সরকারের কল্যাণধর্মী কাজে সহায়তা করেন এবং মানুষের পাশে এসে দাঁড়ান। আমাদের রাজনীতির শিক্ষা-দীক্ষা, অনুপ্রেরণা প্রাণপ্রিয় নেত্রীর কাছ থেকে অনবরত পাচ্ছি। তার নিদর্শনায় আমরা যে যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা অবিরাম মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’

ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সবসময় মানুষকে নিয়ে ভাবেন, মানুষের জন্য কাজ করেন। আজকে যদি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা না হতেন, তাহলে এই দেশের যে কী হতো, এটা সত্যিকার অর্থে আমাদের ভাবনার মধ্যে আনা যায় না। তিনি আজ প্রধানমন্ত্রী আছেন বলেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা হচ্ছে সুন্দর ও সুষ্ঠুভাবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণের ভাবনা নিয়েই জীবন দিয়েছেন। ১৯৭০ সালের ভোলাতে ১০ লাখের অধিক লোক মারা গিয়েছিল জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড়ে। বঙ্গবন্ধু নির্বাচনের কাজ বন্ধ করে বাংলা বাঁচাও স্লোগান দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষকে বাঁচানোর লড়াই তিনি করেছিলেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাও আজকের এই ডিজাস্টার ম্যানেজম্যান্ট যেভাবে করেছেন, এই করোনার মোকাবিলা তিনি যেভাবে কাজ করেছেন, বিস্ময়কর প্রাকৃতিক আঘাতকে মোকাবিলা করে বাংলাদেশকে এখনও সহনশীলতার মধ্যে রেখেছে- এটি অকল্পনীয়।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

সারাবাংলা/এনআর/এজেড/পিটিএম

আওয়ামী লীগ আব্দুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর