রাষ্ট্রীয় সফরে তুরস্কে গেছেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
১৯ আগস্ট ২০২১ ০৯:৩৬
ঢাকা: আট দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার (১৮ আগস্ট) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সফরকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সহকারী প্রতিরক্ষামন্ত্রী, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, তুর্কি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ।
এ সময় সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তুরস্কের সামরিক জাদুঘর, ওয়ার কলেজ, এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও আর্মি এভিয়েশনসহ অন্যান্য ঐতিহাসিক স্থানসমুহ পরিদর্শন করবেন করবেন তিনি।
তুরস্ক সফর শেষে আগামী ২৬ আগস্ট নাগাদ সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ দেশে ফিরবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
সারাবাংলা/টিএস/এনএস