Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কমেছে

সারাবাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২১ ১৭:১৫

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর পরিমাণ কমেছে। এই সময়ে সারাদেশে ৬ হাজার ৫৬৬ জনের শরীরের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়, যা মোট নমুনা পরীক্ষার ১৭ দশমিক ৬৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৭ হাজার ২৮৪, যা মোট নমুনা পরীক্ষার ১৭ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৫৯ জন। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে ১৭২ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ আগস্ট) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭২৩টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এই সময়ে এসব ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৩৭ হাজার ৪২৯টি। আর নমুনা পরীক্ষা করা হয় ৩৭ হাজার ২২৬টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ৬ হাজার ৫৬৬টিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০টিতে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২৭ হাজার ২৮ জনে। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে ১৫৯ জন মারা গেছেন, এ নিয়ে দেশে করোনায় মৃত্যু দাঁড়াল ২৪ হাজার ৮৭৮ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৭৬ জন, নারী ৮৩ জন। তাদের মধ্যে বাসায় চার জন ও ১৫৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত ১৫৯ জনের মধ্যে সর্বোচ্চ ৩৯ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, তৃতীয় সর্বোচ্চ ৩৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছর। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৪ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন, ১১ থেকে ২০ বছর বয়সী দুই জন এবং ১০ বছরের নিচে এক জনের মৃত্যু হয়েছে। এদিন ৯১ থেকে ১০০ বছর বয়সী এবং ১০০ বছরের বেশি বয়সী কেউ মারা যায়নি।

বিজ্ঞাপন

মৃত এই ১৫৯ জনের মধ্যে সর্বোচ্চ ৫০ জন ছিলেন ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জন চট্টগ্রাম বিভাগের ও তৃতীয় সর্বোচ্চ ২৩ জন সিলেট বিভাগের। এ ছাড়া রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ১০, রংপুর বিভাগের আট জন এবং ময়মনসিংহের পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/পিটিএম

করোনা আপডেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর