আউশ-আমনের উন্নত জাত উদ্ভাবনে গবেষণার ওপর গুরুত্বারোপ
১৯ আগস্ট ২০২১ ২০:১৬
ঢাকা: প্রত্যেকটি জেলা-উপজেলায় কৃষিসেবা কেন্দ্র স্থাপন করা হবে। ইতিমধ্যে চার জেলায় কৃষিসেবা কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে কৃষিসেবা কেন্দ্র নির্মাণ করবে সরকার। এছাড়া আমন এবং আউশের উন্নত জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় গবেষণার ওপর গুরুত্বারোপ করে কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রা., মো. মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক সূত্র বলছে, প্রতিটি জেলায় কৃষিসেবা কেন্দ্রে জেলা কৃষি অফিসারসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থেকে সার্বক্ষণিক কৃষকদের সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিতের সুপারিশ করে। এছাড়া বৈঠকে আমন এবং আউশের উন্নত জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় গবেষণার ওপর গুরুত্বারোপ করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লবণ সহিষ্ণু জাতের ধান, ভুট্টা এবং গম উদ্ভাবনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করে।
সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, মানব, প্রাণী এবং শিল্পে খাতভিত্তিক ভোগকৃত চালের পরিমাণ ও এর যাবতীয় তথ্য আগামী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম