আমাদের শান্তিরক্ষীরা দেশের মর্যাদা বাড়িয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী
২০ আগস্ট ২০২১ ১৯:১৫
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা আমাদের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তাদের জন্য বিশ্বের কাছে আমাদের মর্যাদা বহুগুণে বেড়েছে।
শুক্রবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সাউথ সুদান সফররত ড. মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিয়াট্রিস ওয়ানি নোহার সঙ্গেও বৈঠক করেন। এসময় তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আমাদের জন্য বড় সুযোগ। তাই জাতিসংঘ মিশনে আমরা কিভাবে আরও শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে পারি সরকার সেটি গুরুত্বের সঙ্গে দেখছে।’
বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে এই সুযোগ আরও কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
সাউথ সুদানের জুবায় শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট ও বাংলাদেশ মেরিন ফোর্সেস ইউনিট পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে তিনি দেশটির দায়িত্বশীল কর্মকর্তা ও বাংলাদেশের শান্তিরক্ষীদের সঙ্গেও দেখা করবেন।
সারাবাংলা/টিএস/এমও