Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে বাজার মূলধন বেড়েছ ১৮৫২ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২১ ১৬:০৮

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ টাকা। গত সপ্তাহে (১৫ থেকে ১৯ আগস্ট) পুঁজিবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই কার্যদিবস সূচকের পতন হয়েছে, বাকি দুই দিন সূচকের উত্থান হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে সূচক ও বাজার মূলধন।

ডিএসই সূত্র জানায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকায। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে ডিএসই‌তে ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহে (১ থেকে ৫ আগস্ট) ডিএসইতে লেনদেন হয় ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা।

একইসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১.২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬০.৬২ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬১.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দুই হাজার ৪২৩ পয়েন্টে নেমে আসে।

এছাড়া বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।

সারাবাংলা/জিএস/এমও

ডিএসই পুঁজিবাজার বাজার মূলধন সপ্তাহের ব্যবধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর