।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আতঙ্ক ছিল শিক্ষার্থী-অভিভাবকদের মনে। তবে সোমবার (২ এপ্রিল) শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। কোথাও থেকে প্রশ্নফাঁসের খবর আসেনি। এতে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী-অভিভাবকরা। ঠিকমতো দায়িত্ব পালন করতে পেরে খুশি প্রশাসনের কর্মকর্তারাও।
সোমবার পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়ার পর বেশ কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করে তাদের প্রতিক্রিয়া জানান। সারাবাংলার এ প্রতিনিধির সঙ্গে কথা বলেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আজকের মতো আগামীর পরীক্ষাগুলোও যাতে ভালোমতো শেষ হয় সে আশাবাদ তাদের।
মতিঝিল মডেল কলেজ থেকে এবার পরীক্ষা দিচ্ছেন সানজিনা আফরিন। সিদ্বেশ্বরী কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। হলরুমে খুব কড়াকড়ি ছিল। তবে কোনো ঝামেলা হয়নি।’
খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল থেকে পরীক্ষা দিতে এসেছেন শিমু তালুকদার। তিনি বলেন, ‘বাবা-মা অনৈতিক শিক্ষা দেন নাই। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দেওয়ার কথা কোনোদিন চিন্তাও করতে পারি না। প্রশ্নপত্র ফাঁস হয়নি জেনে ভালো লাগছে, আমার পরীক্ষা ভালো হয়েছে।’
শিমুর বাবা বলেন, ‘যেসব অভিভাবক প্রশ্ন কেনেন তারা নিজের সন্তানের ভবিষ্যত শুধু নষ্ট করছেন না, তারা গোটা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। প্রশ্ন ফাঁস নকলের চেয়ে ভয়াবহ। এটা পারমাণবিক বোমার মতো।’
মতিঝিল আইডিয়াল কলেজের পরীক্ষার্থী সাদমান সাকিব বলেন, ‘আজ প্রশ্নপত্র ফাঁস হয়নি। এতে আমরা অনেক খুশি। ভবিষ্যতেও যাতে আর কোনো প্রশ্নপত্র ফাঁস না হয়।’
সাকিবের বাবা ইমতিয়াজ কানন বলেন, ‘মিডিয়া, পুলিশ, গোয়েন্দা সংস্থা, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড ও প্রশাসনের সর্বোচ্চ সতর্কতায় প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করি। এটি বহাল থাকে যেন সরকারের কাছে সেই প্রত্যাশা করি।’
প্রশ্নপত্র ফাঁস রোধে কাজ করা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিল বলেন, ‘গত কয়েকদিন প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা মাঠে কাজ করেছি। আমাদের উদ্যোগ সফল হয়েছে।’
প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির সদস্য ও ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম সারাবাংলাকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়নি এ কৃতিত্ব সকলের। যারা প্রশ্নপত্র ফাঁস করত, আমরা তৎপর থাকায় তারা ব্যর্থ হয়েছে।’
‘অনেকেই আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে জনমতে বিভ্রান্তি ছড়ায়। আমরা এ বিষয়ে কাজ করছি। তাদের আটক করে আইনের আওতায় আনা হবে’ বলেন প্রশ্নপত্র ফাঁস রোধ কমিটির এ সদস্য।
সারাবাংলা/ইউজে/একে