Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২১ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন — ফাইল ছবি।

ঢাকা: কোভিড-১৯ মহামারি মোকাবিলার শুরু থেকেই সহযোগিতা অব্যাহত রাখায় চীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পররারাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, চীনের বন্ধু হতে পেরে বাংলাদেশ ভাগ্যবান।

তিনি বলেন, করোনাকালে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, চীনে করোনা সংক্রমণের খারাপ সময়ে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ সমস্যায় পড়লে চীনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, নভেল করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে। এই চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে যেনো বস্তুনিষ্ঠ হয়। কাজটি বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দেওয়া উচিত; রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অনুসন্ধান হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে।

করোনা ভ্যাকসিন বিতরণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো প্রচুর ভ্যাকসিন মজুত করেছে। তারা সেগুলো তুলনামূলক দরিদ্র দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করছে না। এটা দুঃখজনক আচরণ। ভ্যাকসিন সর্বজনীন হওয়া দরকার। প্রত্যেকটি মানুষ করোনামুক্ত না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়।

সারাবাংলা/টিএস/একেএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর