Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১১:৫১ | আপডেট: ২২ আগস্ট ২০২১ ১৪:১৯

নোয়াখালী: ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন এর সিভিল টিম।

আটককৃত রোহিঙ্গা হলো- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) ও ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।

রোববার (২২ আগস্ট) সকালে বিদেশি নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে আসামিদের হাতিয়া কোর্টে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা থেকে ২-৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিম তাদের আটক করে রাত্রীকালীন মোবাইল পার্টির কাছে হস্তান্তর করে। পরে বিদেশি নাগরিক আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সারাবাংলা/এএম

টপ নিউজ ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর