Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্তে ৪ ভারতীয় জেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১৫:৩৫

সাতক্ষীরা: অবৈধভাবে বাংলদেশ সীমান্তে মৎস্য আহরণের অপরাধে মাছধরার সরঞ্জাম ও একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে সাতক্ষীরা বনবিভাগ।

শনিবার (২১ আগস্ট) বিকেলে ভারতের সীমানা অতিক্রম করে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের পুষ্পকাটি এলাকায় প্রবেশ করে মাছ ধরার সময় এই চার ভারতীয় নাগকিকে গ্রেফতার করা হয়। এরপর রোববার (২২ আগস্ট ) দুপুরে মামলা দায়ের করে তাদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার প্রত্যেকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নাগরিক।

সাতক্ষীরা নীলডুমুর স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দরবনের মৎস্য ও মৎস্যজাত সকল প্রকার আহরণ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশি সীমানায় প্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের অপরাধে গতকাল বিকেলে তাদের গ্রেফতার করা হয়। বাংলাদেশ বন আইন ১৯২৭ সাল (২০০০ সালে সংশোধীত) অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

ভারতীয় জেলে গ্রেফতার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর