Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে প্রথম আইনসভা নির্বাচন ২ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২১ ১৭:৫৯

প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। আগামী ২ অক্টোবর আমির শাসিত দেশটির আইনসভা শুরা কাউনসিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দফতরের এক ফরমানে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আল জাজিরার খবরে জানা গেছে, কাতারের শুরা কাউনসিলে ৪৫টি সদস্যপদ রয়েছে। কাতারের নাগরিকরা নির্বাচনের মাধ্যমে ৩০ জন সদস্য নির্বাচন করবেন। বাকি ১৫ জন সদস্যকে স্বয়ং আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিয়োগ দেবেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ জুলাই ২০০৪ সালের সংবিধানের আলোকে কাতারে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়ন করেন আমির। ফলে উপসাগরীয় দেশটিতে প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

কাতারের আইনসভার সদস্যরা দেশটিতে সাধারণ আইন ও বাজেট অনুমোদনের ক্ষমতা পাবেন। এছাড়া নির্বাহী বিভাগের উপরও তাদের নিয়ন্ত্রণ থাকবে। তবে প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক ও বিনিয়োগ বিষয়ক সিদ্ধান্তে তাদের কোনো ক্ষমতা থাকবে না।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে শুধুমাত্র কুয়েতে নির্বাচিত পার্লামেন্টকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে। তবে ওই দেশটিতেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশটির আমিরের হাতে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি নির্বাচনের ব্যাপারে বলেন, এই নির্বাচনের মূলনীতি হলো সকল কাতারি অধিকার ও কর্তব্যে সমান, এই নীতি প্রতিষ্ঠা করা।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর