চট্টগ্রামে ৭৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১
২ এপ্রিল ২০১৮ ১৫:৩৯ | আপডেট: ২ এপ্রিল ২০১৮ ১৭:১৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফের মো.জাফর আলম (৩১)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন সোমবার (২ এপ্রিল) সারাবাংলাকে বলেন, রোববার গভীর রাতে টেকনাফ থেকে আসা হিউম্যান হলারের (লেগুনা) চালকের সিটের নিচে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া গেছে। সিটের ফোমের ভেতরে বিশেষ কায়দায় বানানো দুটি বক্সের ভেতরে ইয়াবাগুলো রাখা ছিল।
এই ঘটনায় একটি মামলা হয়েছে, জানান আসিফ মহিউদ্দিন।
সারাবাংলা/আরডি/এটি