Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কাটার অপরাধে ৫ জনের অর্থদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ২০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অপরাধে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদফতর। তাদের মোট এক লাখ ৮৫ হাজার টাকা ক্ষতিপূরণ সাতদিনের মধ্যে পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে জানান, নগরীর লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটার দায়ে রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক আব্দুর রহিমকে ৪০ হাজার টাকা এবং রঘু দাশগুপ্ত ও মাধব রতন ঘোষকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চৌধুরীনগর এলাকায় রিদোয়ান হাসানকে ৪৫ হাজার টাকা এবং পাঁচলাইশ থানার ও আর নিজাম সড়কে শেভরন মেডিকেলসংলগ্ন পাহাড় কাটার অপরাধে সামশুল হুদাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

অর্থদণ্ড পরিবেশ অধিদফতর পাহাড় কাটা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর