স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: অাপিলের নির্দেশনা ভঙ্গ করে বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালালসহ ৪ জনকে অাটক করাকে কেন বেঅাইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এ গ্রেফতারের সঙ্গে জড়িত অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না জানতে চাওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি অাশরাফুল কামালের হাইকোর্ট বেন্চ এ অাদেশ দেন।
অাদালতে অাবেদনের পক্ষে শুনানি করে ব্যারিস্টার মওদুদ অাহমদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এহসানুর রহমান। অাগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনারসহ মোট ১৪ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিএনপির এই চার নেতা হলেন, দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউর রহমান বাবু, ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ, তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি জাকির হোসেন মিলন (পুলিশ হেফাজতে থাকাকালে মারা যান)।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।
সারাবাংলা/এজেডকে/এমআই