করোনার উপসর্গ: চীনা জাহাজের ২১ নাবিক কোয়ারেনটাইনে
২২ আগস্ট ২০২১ ২৩:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সার নিয়ে আসা চীনের একটি জাহাজের ২১ নাবিককে কোয়ারেনটাইনে আছেন। জাহাজটির সাত নাবিকের মধ্যে করোনার লক্ষণ থাকায় বন্দরের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানিয়েছেন, ৪৬ হাজার ৩০০ মেট্রিকটন ডিএপি সার নিয়ে জাহাজটি গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজ এলাকায় আছে।
‘জাহাজের শিপিং এজেন্ট আজ (রোববার) আমাদের জানান যে, ওই জাহাজের কয়েকজন নাবিকের মধ্যে করোনার উপসর্গ আছে। সাতজন জ্বরে ভুগছেন। এরপর বন্দরের স্বাস্থ্যকর্মীরা জাহাজে গিয়ে সব নাবিকের নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। তবে তাদের ১৪ দিন কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে’- বলেন সচিব ওমর ফারুক।
সারাবাংলা/আরডি/পিটিএম