ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলল নারীর মরদেহ
২ এপ্রিল ২০১৮ ১৫:৫২ | আপডেট: ২ এপ্রিল ২০১৮ ১৭:১৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরের ছোটপুল এলাকায় ড্রেন থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই এলাকার একটি বস্তির পাশে ড্রেনে মরদেহ পড়ে থাকে দেখে থানায় জানান স্থানীয়রা।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, বাদশা মিয়া ব্রিকফিল্ডের পেছনে বস্তির ড্রেন পরিষ্কার করার সময় মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাদের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর মরদেহ পচে চেহারা বিকৃত হয়ে গেছে। স্থানীয়রা কেউ চিনতে পারেনি। তার পরনে সাদা শাড়ি ছিল।
ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা, বলেন মাহফুজুর রহমান।
সারাবাংলা/আরডি/এটি