Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে মার্কিন সেনা রাখার আহ্বান করবেন বরিস

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২১ ১০:৩৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৩১শে আগস্টের পরও আফগানিস্তানে সেনা রাখতে বলবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার (২৪ আগস্ট) অনুষ্ঠেয় জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে এ আহ্বান জানাবেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

রোববার (২২ আগস্ট) বরিস জনসন এক টুইটার বার্তায় বলেন, তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর দেশটিতে যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে মঙ্গলবার বৈঠকে বসবে জি-৭ ভুক্ত দেশগুলো।

আফগানিস্তান থেকে বিদেশিদের প্রত্যাবাসন যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত মার্কিন সেনারা যেনো আফগানিস্তান ছেড়ে না যায় সে বিষয়টি নিশ্চিত করতেই এ আহ্বান জানানো হবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট কর্তৃপক্ষ।

এদিকে, জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে আফগানিস্তানে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জি-৭ এর ভার্চুয়াল বৈঠকে বাইডেনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে সকল আফগানরা এখনো দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছেন তাদের সরিয়ে নেওয়ার বিষয়ে এবং আফগানিস্তানে অবস্থানরত বিদেশি নাগরিকদের সহায়তা প্রদানের বিষয়ে কথা বলবেন প্রেসিডেন্ট।

সারাবাংলা/একেএম

জো বাইডেন তালেবান বরিস জনসন মার্কিন সৈন্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর