Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত বিমান চলাচল আরও কিছুদিন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১১:২৯

ঢাকা: করোনা পরিস্থিতির উন্নতির কারণে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালুর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি সহসাই সম্ভব হচ্ছে না। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের ফ্লাইট আরও কিছুদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান মাসুদ বিন মোমেন।

সচিব বলেন, দুই দেশের সরকার নীতিগতভাবে সম্মত আছে ফ্লাইট চালানোর বিষয়ে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে এটি এখনো শুরু হয়নি।

তিনি বলেন, দুয়েক দিনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন বলে আশা করছি।

গত ১৭ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, এয়ার বাবল চুক্তির অধীনে শুক্রবার (২০ আগস্ট) থেকে সীমিত পরিসরে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হতে পারে।

সারাবাংলা/টিএস/এএম

বাংলাদেশ-ভারত বিমান চলাচল


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর