Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যাপ্ত ভ্যাকসিন হাতে নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১৩:১৫

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই মুহূর্তে সরকার গণহারে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছেন না। কারণ সেই পরিমাণ ভ্যাকসিন হাতে নেই।

সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, আগামীতে ‘গণটিকা’ কথাটাই থাকবে না আর। লম্বা লম্বা লাইন যাতে না হয়, হুড়োহুড়ি করে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। ভ্যাকসিন যে পরিমাণ হাতে থাকবে সেভাবে ভ্যাকসিন দেওয়া হবে।

এছাড়াও, দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের সময়সীমা ১৫ দিন করার চিন্তা করছে সরকার। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমে আসছে। মৃত্যুও কমছে। ভ্যাক্সিনেশন কার্যক্রম এখন শহরেই বেশি চলছে। সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। চীন থেকে আসবে আরও ১০ লাখ ভ্যাকসিন।

পাশাপাশি, সাড়ে ১০ কোটি সিনোফার্মের ভ্যাকসিন ডব্লিউএইচও’র মাধ্যমে কিনতে হবে। সেই অর্ডার দেওয়া হয়েছে। এছাড়াও, চীনের সঙ্গে চুক্তি হয়ে আছে সাড়ে ছয় কোটি। ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, আশা করা হচ্ছে জানুয়ারির মধ্যে সাত থেকে আট কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর