ক্লিনিক থেকে মডার্নার ভ্যাকসিনসহ গ্রেফতার বিজয় কৃষ্ণ রিমান্ডে
২৩ আগস্ট ২০২১ ১৩:৩২
ঢাকা: রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় গ্রেফতার ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে, রাজধানীর দক্ষিণখান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল আজিজ। তবে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন
গত ১৮ আগস্ট রাত ৮টার দিকে আসামি গ্রেফতার করে পুলিশ। পরেরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামের এই ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব ভ্যাকসিন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে এই ক্লিনিকে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় মালিককে।
সারাবাংলা/এআই/এমও