Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রাসেলের জন্মদিন ‘জাতীয় দিবস’ হিসেবে পালন করা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১৫:০৬

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধুর ছোট ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর এখন থেকে ‘জাতীয় দিবস’ হিসেবে পালন করা হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মম ভাবে শহীদ হন শেখ রাসেল।

সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছন।

বিজ্ঞাপন

সচিব জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে মন্ত্রিসভা তার অনুমোদন দেয়।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেয়। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

সারাবাংরা/এএইচএইচ/এমও

জাতীয় দিবস টপ নিউজ শহীদ শেখ রাসেল শেখ রাসেল শেখ রাসেলের জন্মদিন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর