পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
২৩ আগস্ট ২০২১ ১৮:১০
ঢাকা: পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখীধারা অব্যাহত রয়েছে। সোমবার (২৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বেড়েছে বাজার মূলধন, সব সূচক, আর্থিক ও শেয়ার লেনদেন।
দিনশেষে ডিএসইর বাজার মূলধন এবং ডিএসইর প্রধান সূচকসহ তিনটি সূচকই নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৮৪ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৩৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৮৩ টির এবং ২৭টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬২ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৭ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৯ পয়েন্টে উঠে আসে।
অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩০টি কোম্পানির ৩ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৫৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারের দাম।
দিনশেষে সিএসইতে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ১০০ কোটি ৮ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৯৬ পয়েন্টে উন্নীত হয়।
সারাবাংলা/জিএস/এমও