Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ১৯:৫১

ফাইল ছবি

ঢাকা: দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩২টি প্রশিক্ষণ কার ও ৪টি ট্রাক হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার (২৩ আগস্ট) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তরফ থেকে এসব গাড়ি হস্তান্তর করেন মন্ত্রী।

এসময় মন্ত্রী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও শিক্ষকদের ড্রাইভিং শেখার পরামর্শ দেন।

হস্তান্তর অনুষ্ঠানে তার বক্তব্যে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে প্রশিক্ষণে গুরুত্ব দিয়েছে সরকার। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে করতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অধিক রেমিটেন্স নিশ্চিত করা যায়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি’র সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

সারাবাংলা/টিএস/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর