Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ ৬০ নগরীর মধ্যে ঢাকা ৫৪ নম্বরে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২১ ১১:২৯

দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রণীত সেফ সিটি ইনডেক্সে বিশ্বের ৬০ নিরাপদ নগরীর মধ্যে ঢাকার জায়গা হয়েছে ৫৪ নম্বরে।

খানিকটা উন্নতি হলেও নিরাপত্তা বিবেচনায় বিশ্বের অন্যান্য নগরীর তুলনায় বাংলাদেশের রাজধানী এখনো তলানীতেই রয়ে গেছে।

এর আগে ২০১৯ সালে এই সূচকে ঢাকা ছিল ৫৬ নম্বরে।

অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি- এমন ৭৬ নিয়ামকের ভিত্তিতে এই তালিকার ক্রম সাজানো হয়েছে।

সেই বিবেচনায় ঢাকার স্কোর দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪। তালিকার শীর্ষে থাকা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের স্কোর ৮২ দশমিক ৪। আর তালিকার সবচেয়ে নিচে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুনের স্কোর সাড়ে ৩৯।

পরিবেশ সুরক্ষার দিকে থেকে ঢাকা কিছুটা এগিয়ে ৪৭তম স্থানে রয়েছে। কিন্তু, ডিজিটাল নিরাপত্তা বিবেচনায় ঢাকার অবস্থান ৫৬ তে। স্বাস্থ্য সেবা, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার অবস্থান যথাক্রমে ৫২, ৫৫ ও ৫৪ ক্রমতে।

পাশাপাশি, বাসযোগ্যতায় পিছিয়ে থাকা শহরের তালিকায় ঢাকা চতুর্থ।

দক্ষিণ এশিয়ায় ঢাকার পেছনে রয়েছে করাচি। ভারতের মুম্বাই রয়েছে ৫০ নম্বরে। ৪৮ নম্বরে রয়েছে দিল্লি।

নিরাপদ নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরোন্টো। সামনের সারিতে আরও রয়েছে টোকিও, সিঙ্গাপুর, ওসাকা।

দ্য ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের চতুর্থ বার করা এই তালিকায় আগের মতোই শীর্ষ ১০ এ আছে আমস্টারডাম, মেলবোর্ন, সিডনি।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর