কৃষিপণ্য রফতানিতে সাবধানতা অবলম্বনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৪ আগস্ট ২০২১ ১৩:২৯
ঢাকা: কৃষিপণ্য রফতানিতে সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘হাইজেনিক আইন-কানুন মেনেই আন্তর্জাতিকভাবে মানসম্মত পণ্য রফতানি করতে হবে।’
মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর শীর্ষক প্রকল্পে অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিপণ্য রফতানিতে সর্তক হতে হবে। এর সঙ্গে দেশের সম্মান জড়িত রয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বন্যাপ্রবণ এলাকায় সড়ক নির্মাণে মাঝে মাঝে কালভার্ট রাখতে হবে। বর্তমানে দেখা যায় প্রকৌশলিরা শুধুমাত্র প্রাকৃতিক খাল থাকলেই সেখানে কালভার্ট দেয়। কিন্তু এখন থেকে রাস্তার মাঝেমাঝেই পানি চলাচলের জন্য কালভার্ট রাখতে হবে।’
এসময় বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে আরও গবেষণার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিষয়টিকে আরও আধুনিক করার কথা বলেছেন।
সারাবাংলা/জেজে/এমও