Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ লাখ চিংড়ি রেণুসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১৪:১৫

কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে দুই লাখ অবৈধ চিংড়ি রেণুসহ চারজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিজামপুর কোস্ট গার্ডের সদস্যরা। গতকাল সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাদের সবার বাড়ি মহিপুর থানার বিভিন্ন গ্রামে।

জানা গেছে, জব্দকৃত দুই লাখ চিংড়ি রেণু শিবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেফতারকৃত চারজনের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চিংড়ি রেণুর ব্যবসা করে আসছে। অবৈধ চিংড়ি রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনএস

২ লাখ চিংড়ি রেণু ৪ ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর