Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুর ভরাট: পোশাক কারখানাকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুকুর ভরাটের দায়ে একটি পোশাক কারখানাকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পুকুরটি ফের খনন করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ আদেশ দিয়েছেন।

নগরীর উত্তর কাট্টলী এলাকার কর্ণেল জোন্স সড়কে বিএসএ গ্রুপের মালিকানাধীন ভ্যানগার্ড গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানার পাশে জনৈক আমজাদুল ফেরদৌস চৌধুরীর মালিকানাধীন পুকুরটি ভরাট করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অভিযোগ পেয়ে গত ১৭ আগস্ট পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শনে যান এবং কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেন। মঙ্গলবার শুনানিতে হাজির ছিলেন বিএসএ গ্রুপের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান সুমন আহমেদ সিদ্দিকী ও ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) তৃষিত চৌধুরী।

মিয়া মাহমুদুল হক সারাবাংলাকে বলেন, ‘বিএস খতিয়ানে সেটি পুকুর শ্রেণীতে অর্ন্তভুক্ত। সেই পুকুরটি তারা ভরাট করে অবকাঠামো নির্মাণ শুরু করেছে। এজন্য কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে। পুকুরটি আগের অবস্থায় ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আরডি/এসএসএ

পোশাক কারখানা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর