Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নির্বাচনের তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ২০:১৪

ঢাকা: রেলওয়ের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন ও সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভর না করে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচন করার তাগিদ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া প্রকল্পগুলো মানসম্মতভাবে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে কমিটির সদস্য মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি, আসাদুজ্জামান নূর এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শফিকুল আজম খাঁন এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলওয়ে স্টেশনগুলোর আধুনিকায়ন, জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহহীন পরিবারকে নিজস্ব অর্থায়নে গৃহ নির্মাণ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়ে। এছাড়া কমিটি রেলওয়ে কল্যাণ ট্রাস্টের প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই করে লাভজনক প্রকল্প গ্রহণের সুপারিশ করে। কল্যাণ ট্রাস্টের নিজস্ব অর্থ ব্যয় না করে শেয়ারিং অথবা জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিতে অবকাঠামোগত উন্নয়নের পরামর্শ দেয় কমিটি। রেলওয়ের স্ক্র্যাপ পরিমাপের ক্ষেত্রে স্কেল ব্যবহার এবং ক্যারেজ মেরামতের ক্ষেত্রে মানসম্মত স্টিল ও অন্যান্য সামগ্রী ব্যবহারের পরামর্শ দেয় স্থায়ী কমিটি। একাদশ জাতীয় সংসদের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এদিকে বৈঠকের শুরুতে ১৫আগস্ট ১৯৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর