স্কুল খুলে দিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ
২৪ আগস্ট ২০২১ ২০:৩১
ঢাকা: বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্কুলগুলো ফের খুলে দিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শিশুরা যেন তাদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে উঠতে পারে, এজন্য সরকারগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে বৈশ্বিক এ সংস্থাটি।
ইউনিসেফ বলছে, বাংলাদেশের প্রায় ৪০ লাখ ও বিশ্বব্যাপী প্রায় ১৪ কোটি শিশুর শিক্ষা জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। প্রায় ৮০ লাখ শিশুর পরিবার এমন স্থানে বসবাস করেছে, যেখানে স্কুলগুলো একদমই বন্ধ রয়েছে।
এ পরিস্থিতি জানিয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বব্যাপী সরকারগুলোর কাছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এ আহ্বান জানিয়েছে। এতে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা নিতে ফের স্কুলগুলো খুলে দিতে বিশ্বব্যাংক ও ইউনেস্কোর যৌথ সুপারিশ তুলে ধরে হয়।
এতে বলা হয়, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে কার্যকর প্রতিকারমূলক শিক্ষাব্যবস্থার দিকে নজর দিতে হবে। প্রযুক্তিগত সহযোগিতা ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কর্মসূচি প্রণয়ন করাটা বেশ গুরুত্বপূর্ণ, যেন শিশু ও তাদের শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্কুল জীবনে প্রবেশ করতে পারে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, লাখ লাখ শিশুর স্কুলজীবনের প্রথম দিনগুলোর স্মৃতি মুছে গেছে এবং নতুন করে স্কুলে যাওয়া শিশুরা এই স্মৃতি থেকে বঞ্চিত। অনেক শিশু জীবনে আর কখনোই স্কুলে ফিরবে না— এমন ঝুঁকিও তৈরি হয়েছে।
সারাবাংলা/টিএস/টিআর