ষড়যন্ত্র কিন্তু থেমে নেই: শ্রম প্রতিমন্ত্রী
২৪ আগস্ট ২০২১ ২১:৪৭
ঢাকা: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, যারা ট্রেড ইউনিয়নে বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু গরিব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন। বঙ্গবন্ধু শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে ওয়াপদা ভবনের সম্মেলনে কক্ষে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশে যেন কোনো জঙ্গিবাদ, বোমাবাজ, পেট্রোলবাজ কেউ যেন কোথাও লুকিয়ে থাকতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সকলকে অবদান রাখতে হবে। আজকে সকলকে দৃঢ়ভাবে শপথ নিতে হবে সবধরনের ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার পাশে থাকতে হবে।’
তিনি বলেন, দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার আদর্শকে বুকে ধারণ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে। ১৫ আগস্ট এবং ২১ আগস্টে শাহাদতবরণকারী, তৎকালীন মহিলা আওয়ামী লীগ এর সভানেত্রী আইভি রহমানসহ সব শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগ সভাপতি মো. সিরাজুল হক এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ, মো. মহসীন ভূঁইয়া, অ্যাডভোকেট. হুমায়ুন কবির, মো. মশিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ এর সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ জাতীয় শ্রমিক লীগ এবং পানি উন্নয়ন বোর্ড এর সিবিএ নেতারা বক্তব্য রাখেন।
সারাবাংলা/ইএইচটি/একে