Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে রিকশাচালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ২১:৪৭

ঢাকা: রাজধানীর নারিন্দায় বিআরটিসি বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে জাহাঙ্গির বিশ্বাস (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান সারাবাংলাকে জানান, বিকেলে নারিন্দা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পানির পাম্পের সামনের রাস্তায় বিআরটিসির একটি দ্বিতল বাস রাস্তার মাঝখানে মোড় ঘোরানোর সময় আইল্যান্ডে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। খুঁটি ভেঙে রিকশাচালকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশাচালক জাহাঙ্গিরের মৃত্যু হয়।

মৃত জাহাঙ্গির বিশ্বাসের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

বাসটি জব্দ করে আর চালককে আটক রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

রিকশাচালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর