Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইজারের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে ৩০ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ২৩:০৪

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন।

ফাইজার-বায়োএনটেকের এই ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ৩০ আগস্ট সন্ধ্যায় দেশে আসবে।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে এ ভ্যাকসিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ঢাকায় ভ্যাকসিন আসার দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এসবি/একে

করোনা নভেল করোনাভাইরাস ফাইজার ভ্যাকসিন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর