বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির
২৫ আগস্ট ২০২১ ১০:০৭
ঢাকা: বাংলাদেশের কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ ও আইটি খাতে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
দক্ষিণ কোরিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ তাগিদ দেন।
বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগ বাড়ানোর দিকে মো. দেলোয়ার হোসেনকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।’
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, দায়িত্ব পালনে রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে রাষ্ট্রপতি তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান।
সারাবাংলা/টিআই/এজেড/এনএস