Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের জাতীয় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ‘শি জিনপিং ভাবনা’

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ১৩:৩৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিলো বেইজিং। এবার দেশটির জাতীয় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চীনা প্রেসিডেন্টের রাজনৈতিক আদর্শের পাঠ।

‘শি জিনপিং ভাবনা’ নামের এ পাঠ্যসূচি দেশটির শিক্ষার্থীদের মার্কসবাদী বিশ্বাস আরও শক্ত করবে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন রূপরেখায় এমন মত রয়েছে। ওই রূপরেখায় শি জিনপিংয়ের আদর্শ জাতীয় পাঠ্যক্রমে যুক্ত করার নির্দেশ রয়েছে।

বিজ্ঞাপন

রূপরেখা অনুযায়ী শি জিনপিংয়ের আদর্শ নিয়ে পাঠ থাকবে একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সমাজের বিভিন্ন ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির ভূমিকা সুসংহত করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আরও একটি প্রচেষ্টা এটি।

উল্লেখ্য যে, ২০১৮ সালে চীনের সংবিধানে যুক্ত হয়েছিল ‘শি জিনপিং ভাবনা’। এর পর থেকেই ‘শি জিনপিং ভাবনা’ দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু হয়। এছাড়া স্কুল, কলেজের রাজনৈতিক কর্মীদের পাঠক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবেও পড়ানো হয় শি জিনপিংয়ের রাজনৈতিক আদর্শ।

তবে এবার চীনের শিক্ষা মন্ত্রণালয় ‘শি জিনপিং ভাবনা’ দেশের জাতীয় পাঠ্যক্রমে যোগ করার মাধ্যমে এ আদর্শ আরও প্রাতিষ্ঠানিকভাবে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হলো।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন রূপরেখায় শি জিনপিং ভাবনার আওতায় রয়েছে শ্রমশিক্ষা। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কঠোর পরিশ্রম ও জাতীয় নিরাপত্তার মনোভাব গড়ে তোলা হবে।

এ ব্যাপারে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের মাঝে দেশ, চীনের কমিউনিস্ট পার্টি ও সমাজতন্ত্রের জন্য ভালোবাসা তৈরির কাজ করবে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিগত অভিজ্ঞতা এবং জ্ঞান অধ্যয়নের সংমিশ্রণে মনোনিবেশ করা হবে। এমন অধ্যয়ন শিক্ষার্থীদের মৌলিক রাজনৈতিক বিচার এবং ব্যক্তিগত মতামত তৈরিতে সাহায্য করবে। কলেজ পর্যায়ে তাত্ত্বিক চিন্তাধারার উপর জোর দেওয়া হবে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর