হিলি: দিনাজপুরের হিলিতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আসাদ আলী (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসাদ আলী উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের মৃত নবী মুন্সীর ছেলে।
ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গত ১৭ আগস্ট দুপুরের দিকে নিজ বাড়িতে ঢুকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে আসাদ। পরে শিশুটির বাবা হাকিমপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করলে খট্টামাধবপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসাদ আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজকে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।