Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে প্রথম ব্যাংক লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ১৭:২৯

আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর প্রথমবারের মতো রাজধানী কাবুলের ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিবিসি জানিয়েছে, কাবুলে ব্যাংক খুললেও; অধিকাংশ গ্রাহকই লেনদেনের সময় বিড়ম্বনার মুখে পড়ছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় অর্থ ছাড় না করার কারণে গ্রাহকের প্রয়োজনীয় পরিমাণ অর্থ দিতে পারছে না তারা।

এদিকে, কাবুলে কয়েকদিনের অস্থিরতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেমন বেড়েছে, তেমনি মানুষের হাতে নগদ অর্থের অপ্রতুলতাও ছিল লক্ষ্য করার মতো, এমন কথা জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

অন্যদিকে, বিদেশ থেকে অর্থ পাওয়ার মাধ্যম ওয়েস্টার্ন ইউনিয়ন সপ্তাহখানেক ধরে আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত রাখার কারণে সেখানকার মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সারাবাংলা/একেএম

আফগানিস্তান তালেবান ব্যাংক লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর