ডিআরইউ’কে ২৫ হাজার মাস্ক দিলো বিজিএমইএ
২৫ আগস্ট ২০২১ ১৮:৫১
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হিসেবে ২৫ হাজার মাস্ক উপহার দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিজিএমইএ এর গুলশান কার্যালয়ে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে এই স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় বিজিএমইএ এর সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এবং ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘সাংবাদিকরা সমাজের সত্যিকারের নায়ক। তারা করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে আন্তরিকতা দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘তারা দেশের জনগণকে করোনা ভাইরাসের প্রভাব অবহিতকরণ ও এ সংক্রান্ত সকল ভুল তথ্য দূর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা আমাদের কাছ থেকে অপরিসীম কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার।’
স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক উপহার দেওয়ায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বিজিএমইএ’কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে বিজিএমইএ’কে ভবিষ্যতেও ডিআরইউর সঙ্গে থাকার আহ্বান জানান।
সারাবাংলা/ইএইচটি/একে