Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ২০:৪৪

মধ্য নাইজেরিয়ার যস শহরের পার্শ্ববর্তী এক গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে।

দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বন্দুকধারী ইয়েলওয়া জানগাম নামক গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। ওই অঞ্চলে সামরিক বাহিনীর সদস্যদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে, কারণ গ্রামের প্রবেশ পথের একটি সেতু ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

নাইজেরিয়ার প্লাটুয়া প্রদেশের রাজধানী যশ শহর। এ অঞ্চলটি দেশটির কথিত মিডিল বেল্টের অংশ। এ অঞ্চলে জাতিগত দাঙ্গা-হাঙ্গামা নিয়মিত ঘটনা।

প্লাটুয়ার প্রাদেশিক গভর্নর সিমন লালং এ হামলাকে ‘বর্বরোচিত’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী ১০ জন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। অন্যান্য সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে’।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর