Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ২০৪ জন দুরারোগ্য রোগীকে ১ কোটি টাকার চেক প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ২০:৫২

নোয়াখালী: দুরারোগ্য রোগে আক্রান্ত নোয়াখালীর ২০৪ জন রোগীর মাঝে ১ কোটি ২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেওয়া হয়।

আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ২০৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ কোটি ২ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। এছাড়াও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন, সহকারী পরিচালক আবুল কাশেম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর