Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএস সদস্যকেও উদ্ধার করল আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ২২:০৪

আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর, সেখান থেকে অনেকেই জীবন রক্ষার্থে নানান দেশে আশ্রয় নিয়েছেন। যুক্তরাষ্ট্র-ভারতসহ বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলো বিশেষ ফ্লাইটের মাধ্যমে কাবুলে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে।

এবার আফগানিস্তান থেকে আমেরিকার উদ্ধার তৎপরতার মধ্যে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্যও কাবুল ছেড়েছেন এমন খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) পেন্টাগনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি জন কিরবাই জানিয়েছেন, তিনিও উদ্ধার তৎপরতার সময় আইএসের সঙ্গে জড়িত এমন এক জনের আফগানিস্তান ছাড়ার ব্যাপারে শুনেছেন। কিন্তু এর চেয়ে বেশি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

এ ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটি, ইমিগ্রেশন এবং গোয়েন্দা বিভাগ তদন্ত চালাচ্ছে বলেও জানিয়েছেন প্রেস সেক্রেটারি কিরবাই।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মেজর জেনারেল হ্যাঙ্ক টেইলর বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গতরাতে অন্ধকারের মধ্যে কাবুল বিমান বন্দরের বাইরে থেকে হেলিকপ্টারে করে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে ছিলেন ওই আইএস সদস্য। তারা সেখান থেকে পরে উদ্ধারকারী ফ্লাইটে করে বিভিন্ন গন্তব্যে চলে গেছেন।

সারাবাংলা/একেএম

আইএস আফগানিস্তান মার্কিন বাহিনীর উদ্ধার তৎপরতা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর