বাইডেনের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠক
২৬ আগস্ট ২০২১ ১৫:২৯
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) হোয়াইট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য চাপ প্রয়োগ এবং ইসরাইলের জন্য দ্বি পাক্ষিক সমর্থন জোরদারের আহ্বান জানাবেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
এর আগে, চলতি বছরের জুন মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৯ বছর বয়সী বেনেট।
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রীয় সফরে আসার আগে বেনেট সাংবাদিকদের বলেন, বাইডেন ইসরাইলের সত্যিকারের পুরোনো বন্ধু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন এবং ইসরাইলেও নতুন সরকার। জেরুজালেম থেকে তিনি যুক্তরাষ্ট্রে সহযোগিতার নতুন চেতনা নিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠককালে বেনেট বলেন, প্রাথমিকভাবে আঞ্চলিক পর্যায়ে ইরানের প্রভাব এবং তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা হ্রাসে তিনি আমেরিকার সহযোগিতা আশা করেন।
অপরদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের বিপরীতে বাইডেন যে উদ্যোগ নিয়েছেন তার তীব্র বিরোধিতা করছে ইসরাইল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বেনেটকে বলেছেন, ইসরাইলের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারে অটল এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উভয়ের উদ্বেগ অভিন্ন।
সারাবাংলা/একেএম